সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

সুন্দরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার বিদায় ও বরণের আলোচনা সভা  

আপডেট:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ-নুরে-আলমের বিদায় সংবর্ধনা ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম এর যোগদান বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে৷ সোমবার সন্ধ্যায় বিদায় ও বরণ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদায় উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু, সিরাজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দ, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু, সহ-সভাপতি শামছুল হক, উপজেলা বীর মুক্তিযোদ্ধা সন্তান কর্মান্ড বাবলু মিয়া প্রমূখ। নব যোগদানকৃত উপজেলা নিবার্হী অফিসার সকলের সহযোগিতা কামনা করেন। এর আগে তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন উপস্থিত চেয়ারম্যান ও সুধিজন। নব যোগদানকৃত উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলাম এর আগে ঢাকা বিআরটিএ অফিসে কর্মরত ছিলেন। তিনি ৩৫ বিসিএস ক্যাডারের একজন কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত