
লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
তাং ঃ ১৪.০৯.২০২৩
২০১৯ সালে যে ব্লাক হোল আবিস্কার হয়েছে তার আয়তন ৩০ বিলিয়ন সূর্যের সমান! ভাবতে পারেন, আমরা কত ক্ষুদ্র একটা পৃথিবীর মানুষ? আপনাদের ভাব দেখলে মনে হয় আল্লাহ/ভগবান পৃথিবীর ৮০০ কোটি মানুষের মাত্র ২০০ কোটি মুসলমান আর ১৪০ কোটি হিন্দুর হিসাব কিতাব বেহেশতে দোযখ পাপপুণ্য মাপতে বসে আছেন? তার সৃষ্টি কে একটা বিন্দু সমান জায়গায় এনে তাকে সারাদিন আমাদের পাহারায় বসায় দিয়েছি, গরু কোরবানি পাঠা বলিতে ব্যস্হ, তিনি শবেবরাত নামক রাতে সপ্ত আসমান থেকে প্রথম আসমানে নেমে আসেন এমন কত গল্প ফাদছি, রুটি হালুয়া বিলাচ্ছি। অথচ আরবীয় ২১ দেশ এটাকে ভন্ডামি বলে থাকে।
আমার আসল বিষয় নতুন একটা পৃথিবী আবিষ্কার হয়েছে! এখবর টা দেয়ায় গ্যালিলিওর মত আমাকে হত্যা করবেন না! আপনার চিন্তা শক্তিতে যদি আয়ত্তে না পায় আমাকে নাস্তিক বলুন, অশ্লীল বলুন কিন্তু আজগুবি বলবেন না। বিশ্ব অনেক এগিয়েছে।
১. এই পৃথিবী তে জীব বাস করে, হতে পারে মানুষ সদৃশ্য বা তেমন কিছু।
২. এ পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে না অন্য একটা নক্ষত্রের চারিদিকে ঘোরে, আমাদের পৃথিবী সূর্য কে প্রদক্ষিণ করেন৩৬৫ দিন, এই পৃথিবী তার নক্ষত্র কে প্রদক্ষিণ করে মাত্র ৩৩ দিনে।
৩. আমরা যেমন সূর্য থেকে অনেক দূরে পৃথিবী k – 2 – 18, তার নক্ষত্র থেকে মাত্র ১৪ মাইল দূরে!
৪. ক্লাইমেট পৃথিবীর মত, তাপ ও মাত্র ১০° C,
সবচেয়ে বড় কথা মানুষের জন্য উৎপন্ন ডাইমিথাইল সাল সালফাইড এখানে তৈরি হয়।
এর ভর পৃথিবী থেকে ৮ গুন যা সবাই বুঝবেন না।
ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালবাসেন।
জানেন, এবং জ্ঞান বর্ধিত করেন তাহলে বিজ্ঞানের অগ্রগতি রুখে দেয়ার মন হবে না।