
নুরুজ্জামান লিটন,নওগাঁ
সৌদি আরবের দাম্মামে একটি ফার্নিচারের কারখানায় আগুনে পুড়ে নিহত সাতজন বাংলাদেশির মধ্যে একজনের নাম বারেক সরদার (৪৫)।তার বাড়ি নওগাঁ জেলার আত্রাই উপজেলার উদয়পুর মন্ডল পাড়ায়।তিনি সেই গ্রামের মৃত রহমান সরদারের ছেলে বলে জানা গেছে।
মৃত বারেক সরদারের ভাই বলেন, বারেক ছাড়াও সৌদি আরবে আমাদের আরো এক ভাই এবং ভাতিজা রয়েছে। তারাই বারেকের মৃত্যুর ঘটনা আমাকে জানান। এই পরিবারের বারেক ছিল একমাত্র উপার্জনের ব্যক্তি। এভাবে তার চলে যাওয়া কিছুতেই মানতে পারছি না। বড় মেয়েটার বিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে বাড়িতে এক মেয়ে ও স্ত্রী রয়েছে তার।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান বলেন, বিষয়টি বিভিন্ন মাধ্যমে শুনেছি। এবিষয়ে বিস্তারিত জানতে আমরা খোঁজখবর রাখছি।
জানা গেছে, বারেক ২০০৬ সালে সৌদি আরবে যান। সবশেষ ২০১০ সালে ছুটি নিয়ে দেশে এসেছিলেন তিনি। এরপর আবার ও সৌদি আরবে যান। তার দুই মেয়ে রয়েছে।
গতকাল শুক্রবার (১৪ জুলাই) রিয়াদ থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে সৌদি আরবের দাম্মামের হুফুফ শহরের ইন্ডাস্ট্রিয়াল এলাকায় সন্ধ্যার সময় ওই ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। এতে পুড়ে নয়জন নিহত হন। নিহত ৯ জনের মধ্যে সাতজন বাংলাদেশি। তিনজন নাটোরের, একজন রাজশাহীর ও একজন নওগাঁর। বাকি দুজনের বাড়ি কোথায় এখনও জানা যায়নি।