সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

আপডেট:

হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পৌর এলাকায় নিখোঁজের একদিন পর গড়াই নদী থেকে শংকর সরকার (৪৫) নামে এক স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে শহরতলীর মঙ্গলবাড়িয়া বাঁধ সংলগ্ন গড়াই নদী থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত শংকর সরকার শহরতলীর জুগিয়া কানাবিল মোড় এলাকার শক্তিপদ সরকারের ছেলে। তিনি সদর উপজেলার স্বর্গপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

বিজ্ঞাপন

স্বজনদের বরাত দিয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, বেশ কিছুদিন ধরে তারা শংকর মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
গতকাল সোমবার সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পায়নি।

এ ঘটনায় মঙ্গলবার সকালে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে নিহতের পরিবার। সন্ধ্যায় গড়াই নদীর মঙ্গলবাড়িয়া বাঁধ এলাকায় ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে। তবে তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত