
স্বপ্ন দোলে
মোঃ আনিসুর রহমান আগুন
বাবুর বয়েস এখনও হয়নি বারো মাস,
তবুও বাবু সারাদিন করে ফিসফাস।
এটা সেটা ধরে সে হাঁটার চেষ্টা করে,
একবার আমাশয় আরেকবার জ্বরে।
তার ভোগান্তির যেন নেই কোন শেষ,
কিছুতেই কাটছেনা রোগব্যাধির লেশ।
তব খেলাধূলার নেই কোন কমতি,
করে সে হা- হুংকার হমতি দমতি।
কখনও সে জিদ করে কাঁদতেই থাকে,
ম্যা ম্যা করে মাকেই অনবরত ডাকে।
হাত বাড়লেও যায়না অন্য কারও কোলে,
তার মাঝেই মোদের সবার স্বপ্ন দোলে।
……(উৎসর্গ- ফাতিম কে)