শুক্রবার, ডিসেম্বর ১, ২০২৩

স্বপ্ন দোলে: আনিসুর রহমান আগুন

আপডেট:

স্বপ্ন দোলে
মোঃ আনিসুর রহমান আগুন

বাবুর বয়েস এখনও হয়নি বারো মাস,
তবুও বাবু সারাদিন করে ফিসফাস।
এটা সেটা ধরে সে হাঁটার চেষ্টা করে,
একবার আমাশয় আরেকবার জ্বরে।

বিজ্ঞাপন

তার ভোগান্তির যেন নেই কোন শেষ,
কিছুতেই কাটছেনা রোগব্যাধির লেশ।
তব খেলাধূলার নেই কোন কমতি,
করে সে হা- হুংকার হমতি দমতি।

কখনও সে জিদ করে কাঁদতেই থাকে,
ম্যা ম্যা করে মাকেই অনবরত ডাকে।
হাত বাড়লেও যায়না অন্য কারও কোলে,
তার মাঝেই মোদের সবার স্বপ্ন দোলে।
……(উৎসর্গ- ফাতিম কে)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত