সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

স্বার্থ থাকলে কেউ নয় শত্রু

আপডেট:

লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

তাং ঃ ১৩.০৯.২০২৩

বিজ্ঞাপন

 

আপনি নিজ পায়ে দাড়ান বন্ধুর অভাব নাই। মার্কিন বন্ধু ছিলো ইরানের রেজা শাহ পাহলভি! সে সময় ইরানে ছিলো রাজতন্ত্র। আজকে যে আমেরিকা গনতন্ত্রের কথা বলে মুখে ফেনা তুলে ফেলে বিশেষ করে বাঙলাদেশে গনতন্ত্র প্রতিষ্ঠা করতে এহেন কর্ম নাই যে কৌশল অবলম্বন করেন নাই! নিয়মতান্ত্রিক নিয়ম বহির্ভূত নির্লজ্জতার মাথা খেয়ে আভ্যান্তরীন অনেক বিষয় হস্তক্ষেপ করেছেন!

বিজ্ঞাপন

 

১৯৭৯ সালে খোমেনির ধর্মীয় বিপ্লবের স্রোতে রেজা শাহ্ পাহলভি আন্টলান্টিকে ভেসে পরিবার সহ আমেরিকা আশ্রয় নেয়! অকেজো লোক আমেরিকা বেশীদিন ভাত দেয় না, শুনলাম ক্যান্সার আক্রান্ত হয়ে রেজা শাহ পরলোক পাড়ি দিয়েছেন। আরবের সব দেশের রাজতন্ত্রের পাহারাদার আমেরিকা তেমনি ইরানের গাছেরটা তলারটা সব খেয়েছেন। তেলে ইরান সমৃদ্ধ।

তেল নিয়েছেন বিভিন্ন ভাবে। খোমেনি সেই সুযোগ না দেয়ায় বাংলার মুজিব, কম্বোডিয়ার থিউ, চিলির আলেন্দে, কম্বোডিয়ার ফিদেল কাস্ত্রো, মত খোমেনি ও চিরশত্রু তে পরিনত হয়! কাস্ত্রো আর খোমেনি কে দুনিয়া থেকে সরাতে না পেরে শত-শত নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে।

 

ইরান একই কুরআন পড়া মুসলমান কিন্ত বাংলাদেশ পাকিস্তান ভারতের কওমি হুজুরদের মত কিছু শিখো না কিছু দেখো না বিজ্ঞান পড়ো না টিভি দেখো না সংবাদপত্র পড়িও না এমন কুরআনের অর্থ তারা শিখেন নাই, তারা ইসলামি বিপ্লবের ক্ষমতায় এসেও জ্ঞান বিজ্ঞানে এতই পারদর্শী হয়েছেন যে তাদের ড্রোন, তাদের বানানো মিশাইল বিশ্বে সেরা, আমেরিকা ইসরায়েল ভীত এখন। তাই গলা চুলকায় সম্পর্ক কিছুটা উন্নত করা

 

ইরানের ৬০০ কোটি ডলার দঃ কোরিয়ার নির্লজ্জ ভাবে আটকায় দিয়েছিলো। আজ সেই ৬০০ কোটি ডলার ফেরত দিচ্ছে বাইডেন, ইরানের ছয়জন আটক বন্দী কে ফেরত দিচ্ছে ইরান ও ছয়জনকে ফেরত পাঠাচ্ছে।

কোরিয়া থেকে ৬০০ কোটি ডলার কাতার রাস্ট্রীয় ব্যাঙ্কে জমা হলে বন্দী ফেরত পাবে।

 

একে বলে ঠ্যালার নাম বাবাজি।

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালবাসেন।

নিউজ টা প্রকাশিত হয়েছে মার্কিন বিদেশ মন্ত্রী আ্যান্হনি ব্লিঙ্কেন এর বরাত দিয়ে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত