মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩

স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সন্মেলন উপলক্ষে সুন্দরগঞ্জে আনন্দ র‍্যালী

আপডেট:

হযরত বেল্লাল:
গাইবান্ধার সুন্দরগঞ্জে আগামী ১১ জুলাই উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। ত্রি-বার্ষিক সন্মেলন উপলক্ষে সভাপতি প্রার্থী আবু তাহেরের নেতৃত্বে আজ শুক্রবার (৭ জুলাই) বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি আনন্দ র‍্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু তাহের, যুবনেতা শহিদুল ইসলাম রানা, শ্রমিক লীগের সভাপতি গণেশ শীল, উপজেলা ছাত্রলীগ সাবেক যুগ্ম আহবায়ক রতন মিয়া প্রমূখ। উল্লেখ্য, আগামী ১১ জুলাই দীর্ঘদিন পর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সুন্দরগঞ্জ উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত