
তাড়াইল প্রতিনিধি:
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।তাই মানুষের কল্যাণে এগিয়ে এসে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন “প্রিয়ভূমি তাড়াইল”।
করোনাকালীন সময়ে সমাজের পিছিয়ে পড়া অস্বচ্ছল ও অসহায় মানুষের পাশে এ সংগঠনটি সবসময় কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় ঈদের ২য় দিনে গরীব অসহায় মানুষের জন্য কুরবানি আয়োজন করে ““প্রিয়ভূমি তাড়াইল” স্বেচ্ছাসেবী সংগঠনটি।
তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়নের ১২৫ টি গ্রামের চারশত পরিবারে অসহায় মানুষের মাঝে তিনটি গরুর গোশত বিতরণ করা হয়।
এতে সংগঠনের সভাপতি মো. তাজুল ইসলাম সীমান্ত খোকন , সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল হাসান মাসুম, অর্থ-সম্পদক নূর-উদ্দিন রেনু ও ফখরুদ্দিন আহমাদ এর সার্বিক তত্ত্বাবধানে গ্রাম প্রতিনিধিগণ মানুষের বাড়িতে গিয়ে গোশত পৌছিয়ে দেন।
এসময় উপস্থিত ছিলেন সানাউল হক বাবুল , শাহাবুদ্দিন ভূঁইয়া , মো: হাবিবুর রহমান , আল-আমিন খান, আবুল কালাম, মো. ফরহাদ হাসান, আবদুুল্লাহ আল মামুন, ওমর ফারুক , ওয়াসিম উদ্দিন সোহাগ সহ প্রিয়ভূমি তাড়াইলের সদস্যরা । সংগঠনের সভাপতি বলেন, ইনশাআল্লাহ আমাদের এই মানবিক কাজ ধারাবাহিকভাবে সবসময় চলমান থাকবে।