সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

আপডেট:

নুরুল কবির আরমান,
বিশেষ প্রতিনিধি।।

বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মেয়র পদপ্রার্থী মুফতি ফয়জুল করিম (শাইখে চরমোনাই) এর উপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখা।
শুক্রবার (১৬ জুন )শুক্রবার বিকেল ৫টায় আদালত চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এক বিক্ষোভ সমাবেশে করে ।
জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন এর সভাপতিত্বে ও মাওলানা কাউছার আজিজীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় শিক্ষক ফোরাম চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক রাশেদ আনোয়ার বলেন ,বর্তমান সিইসি সুষ্ঠু নির্বাচন করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। সুষ্ঠু নির্বাচন এবং প্রার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ এ অথর্ব সিইসি কে অবিলম্বে পদত্যাগ করতে হবে । ইসলামী আন্দোলনের বীর মুজাহিদ এদেশের তৌহিদী জনতার হৃদয়ের স্পন্দন শাইখে চরমোনাই এর উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকার ব্যর্থ হলে সারাদেশে আন্দোলনের দাবানোর জ্বরে উঠবে। ইভিএম পদ্ধতি বাতিল সহ জাতীয় সরকারের অধিনে আগামী জাতীয় নির্বানচনের দাবী মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

সমাবেশে বিশেষ অতিথি হিসেব ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মদ রবিউল হাসান ,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপকমিটির শুরা সদস্য মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, ইসলামী আন্দোলন বাংলাদেশের খাগড়াছড়ি জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা রাশেদুল ইসলাম মোহাম্মদপুরী,ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ আল আমিন, ইসলামী যুব আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত