
লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
তাং ঃ ২১.১১.২০২৩
বিশ্বে ৫৭ টা মুসলিম দেশ, ইহুদি দেশ মাত্র একটা! বিশ্বে
৮০০ কোটি মানুষ তার ২০০ কোটি মুসলিম অর্থাৎ ২৩% মুসলমান ০.০২% ইহুদি! ইহুদি রা মোট প্রদত্ত বিশ্ব নোবেল পুরষ্কারের ৪০% পায়, মুসলমান রা একখান পেলে বোগল বাজায়, দেশের উন্নয় আটকায় নোবেল পুরষ্কার শক্তি দিয়া! সৌদি আরব আমেরিকার বছরের বিক্রিত অস্ত্র গোলাবারুদ এর একাই ৩৭% কেনে বাকী ২১ টা তেল সমৃদ্ধ আরব বিশ্বের অস্ত্র গোলাবারুদ কেনার খতিয়ান নাই বা দিলাম!
তেল উৎপাদনে বিশ্বে শীর্ষ ১০ দেশের মধ্যে ৫ দেশ মুসলিম, সৌদি আরব দ্বিতীয় শীর্ষে! বাকী ৫ দেশের রাশিয়া চীন মুসলিম পৃষ্ঠপোষক। ভেনিজুয়েলা মুসলিম সমর্থক এমন কি ল্যাতিন আমেরিকার ব্রাজিল ও ফিলিস্তিন সমর্থক। ১০ শীর্ষ তেল উৎপাদন কারীর ৯ দেশ মুসলমানদের একা আমেরিকা বাদে! একা সৌদি আরব তেল উৎপাদন কমানোর জন্য পশ্চিমা বিশ্বে তেলের মূল্য দ্বিগুণ বৃদ্ধি! জো বাইডেন স্যার ছুটে আসছেন সৌদি আরব, “বাবা সালমান, কোর না এমন কাম! ”
প্রিয় পাঠক, রিয়াদ সন্মেলনে O I C, আরব দেশগুলো একমত হতে পারে নাই যে পয়েন্টে —-
১. ইসরায়েল কে বয়কট —
২. ইউরোপীয় ২৭ দেশকে চাপ সৃষ্টি “গাজায়” নৃশংসতা”
বন্ধ করতে।
আরে বাবা, গাজায় ১৩ হাজার মুসলমান হত্যা হয়ে গেছে তার ৭০% নারী ও শিশু! বাকী মারা যাচ্ছে খাবার ও জল বিনে কারন ইসরায়েল অবরোধ, জাতিসংঘ সেই দলে! এখন আর মানবতা মনুষ্যত্ব লঙ্ঘন হচ্ছে না!
আরব ২২ টা দেশ ২২ শো ট্রাক ভর্তি ঔষধ পথ্য খাবার পানি বোতল নিয়ে প্রবেশ মুখে যেয়ে দাড়াও, দেখো বিশ্ব বিবেক কি বলে? জানি যুদ্ধে যেতে ভয়, চার বিবির কি হবে উপায়? ত্রান পাঠাও —-
এখন ছুটছো বেইজিং চীন ভগবানের কাছে তারা যদি যুদ্ধ বিরতি করে দেন, হে কুরআনের মুসলমান, এই তোমাদের ঈমান? বাংলাদেশের ইসলামের রক্ষকরা “পিটার হাস” কে বলেছেন “ভগবান”!
১৯৭২ সালে বাংলাদেশের স্বীকৃতির জন্য “মুজিব”আপনাদের দরজায় গেলে আপনারা বলেছেন, ” মুজিব, “ইসলামি প্রজাতন্ত্র বাংলাদেশ,” সাইন বোর্ড খান ঝুলিয়ে দেন, স্বীকৃতি নিয়ে যান”! মুজিব বলেছিলেন, “বাঙালি সাইনবোর্ড ইসলাম বিশ্বাস করে না, দরকার মনে ঈমান”! আজ ৫১ বছর পর পেলাম প্রমান, মন প্রান আত্মার ঈমানেই মুসলমান, ইসরায়েলের স্বীকৃতি তিনি ঘৃণা ভরে ফিরিয়ে দেন! মুজিব কন্যা ও আজ ফিলিস্তিন প্রশ্নে আমেরিকার চোখে চোখ রেখে কথা কন! ”
তবুও বাংলাদেশের আপনারা ই মুসলমান, পুলিশ মিডিয়া ক্যামেরা আপনাদের ফ্রীজে “মদ” পান, ড্রয়িং টেবিলে বিদেশি সেক্স ট্যাবলেট পত্রিকা রেখে স্টেটাস বাড়ান, প্রেস ক্লাবে ইসলামি দল ব্যানার টাঙান, “মুসলমান সাবধান, অমুক দল নেত্রী মদ খান! ”
সব শেষে “পিটার হাসকে” বানালেন ভগবান!
প্রিয় পাঠক, অন্ধ রাজনৈতিক দল সমর্থক হবেন না শুধু ইসলাম ইসলাম শুনে! বিশ্বে ইসলামের অবস্হার পোস্ট মার্টেম করলাম! কুরআনের তর্জমা শুনেন এবং নিজে ভন্ডের হাত থেকে মুক্ত হয়ে একাই আল্লাহর পথে এগিয়ে যান!
ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন।
শীতকালীন ফুল কপি দেখেই কিনবেন না যদি ঘরে URIC ACID রোগী থাকে। পালংশাক ও ফুল কপি Uric acid দারুন ভাবে বাড়ায় যা আপনার কিডনি পাথর তৈরি করে মৃত্যু ঝুকি তে ফেলতে পারে। আর হ্যা,
শুধু টাকা আয় করলে হবে না, শিক্ষাদীক্ষা থাকলে হবে না, জ্ঞান থাকতে হবে। দয়া করে আপনার কোলেস্টেরল, ক্রিয়েটিনিন, wbc rbc, প্রেসার, ডায়েবিটিস, ইউরিক অ্যাসিড লেভেল শরীরে কত পরীক্ষা করায় জেনে নিন! কৃপাণের ধন একদিন কাক চিলে খায়! স্মার্ট শুধু শাড়ী চুড়ি থ্রিপিস টাইস্যুটে নয় শারীরিক মানসিক নিরোগ আসল স্মার্টনেস!
চীনে মুসলমান দেশের বিদেশ মন্ত্রীরা।