
মিরসরাই সংবাদদাতা।।
বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানকে সামনে রেখে সাইবার বুলিং, কিশোর গ্যাং, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষ্যে মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নে জোরারগঞ্জ থানার উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ আগষ্ট) সকালে হিঙ্গুলী ইউনিয়ন পরিষদে এই সভা অনুষ্ঠিত হয়।
জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার শরিফ মাহমুদ এর সঞ্চালনায় এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই সার্কেল মনিরুল ইসলাম। আন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানার ওসি তদন্ত আবদুল হালিম, হিঙ্গুলী বিট কর্মকর্তা জসিম উদ্দিন, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগণ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদক, অত্র ইউনিয়নের সাধারণ জনগণ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে হলে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। পুলিশ সব সময় আপনাদের পাশে রয়েছে। এ সকল কাজে পুলিশ কে সহায়তা করতে সকল কে এগিয়ে আসার আহবান জানান।