
লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
তাং ঃ ০৫.১১.২০২৩
হে আমার ‘রব’,
আমি আপনাকে কোথায় খুঁজবো?
“রব” বলেন, “হে মুসা তুমি আমাকে তাদের কাছে খুঁজো যারা ভাঙ্গা হৃদয় দূঃখ ভারাক্রান্ত সেই সব লোকের কাছে আমাকে খুঁজবে “
হে ‘রব’, আমি তেমার মূসা নবী নই, তোমার ১/২ লাখ ২৪ হাজার পয়গম্বরের কেউ নই! আমি তোমার একজন ক্ষুদ্র সৃষ্টি মানুষ নামের জীব, তোমার শেষ নবী মুহাম্মাদের সঃ এর উম্মত! আমি গর্বিত তুমি আমাকে পয়গম্বর করো নাই বরং তোমার পেয়ারা দোস্ত আখেরি নবী মুহম্মদ সঃ এর উম্মত করে পাঠিয়েছো!
হে “গ্রহ-নক্ষত্র আকাশ-বাতাস মর্তের মালিক” তুমি আমার “রব”, তুমি আজ পর্যন্ত প্রায় পাঁচশত কোটি জীব পৃথিবীতে পাঠিয়েছো এবং নিরানব্বই ভাগ বিনাশ ও করেছো, যারা বিলুপ্ত হয়েছে, আমাকে সহ সবাই কে তুমি সেই কথা বলেছো যা তোমার ” পয়গম্বর মূসাকে”
বলেছিলে, তোমার নির্দেশ ছাড়া গাছের পাতা নড়ে না,
তোমাকে পাওয়া যাবে অসহায় অত্যাচারীত নির্যাতিতের নির্মমভাবে বিষন্ন হৃদয়ের কাছে, তুমি আছো অভাবী অনাহারী শক্তিহীন দুর্বলের পাশে!
আমি তোমার কাছে প্রশ্ন রাখতে চাই, আমিতো তোমার কাছে ভালোই ছিলাম, আমাকে এ কোথায় তুমি পাঠালে? যেখানে মানুষ মানুষ না শুধু দু’পা,দু’চোখ নাক মুখ সব অবিকল কিন্তু পুরাটা ভ্রম, মুখোশ! স্বার্থে জন্য তারা আপন ভাইর গলা কাটে, জমি রেকর্ড করে নেয়, পয়সায় বিচার শালিশি বিক্রি হয়, সংরক্ষণ করো দেহ তুমি বলেছো, সেই দেহ বিক্রি করে পদ পদবী অর্থ-বিত্তের লোভে, আমি দেখেছি স্বামী তার স্ত্রী কে অন্যের হাতে তুলে দিচ্ছে একটু উপরে উঠার জন্য, একটু ক্ষমতার জন্য, তুমি ধর্ম দিয়েছো সেই ধর্ম নিয়ে ব্যবসা হচ্ছে, হচ্ছে ক্ষমতায় যাওয়ার সিড়ি, কোথায় কাদের কাছে তুমি পাঠালে যারা উপরে বন্ধু ভিতরে “পোলনিয়াম বিষ” যা সায়োনাইড থেকে দুশো গুন শক্তিশালী! তেমার জেরুজালেমের আলআকসা রক্ষার সংগ্রামে যে “ইয়াসিন আরাফাত” সারাটা জীবন ক্ষয় করলো তাকে তুমি এই বিষের মরন দিলে? আজ ও তার জাতি “ফিলিস্তিনেরা” পচাত্তর বছর ধরে, নারী শিশুর মৃত্যু ইহুদি বুলেটে হয়? কবে হবে তোমার ৪৩০০ ধর্মের শ্রেষ্ঠ ধর্ম মুসলমানদের জয়? এমনি যদি করো, ইহুদির বুলেটে মুসলমান সব মারো, তোমায় সবাই ভুলে, “বাইডেন পিটার” হাস কে মাথায় নিবে তুলে! বাংলাদেশের তোমার ধর্মের ভন্ড ধ্বজাধারী, পিটার হাস কে ভগবান ফেলেছে বলি!
মানুষ নাম দিলে যাদের পশুর তারা অধম
অর্থ-বিত্ত স্বার্থ ছাড়া চলে না তাদের কদম!
মানুষ নামে পাঠালে যাদের মানুষ করলে না কেন
বিবেক বুদ্ধি মনুষ্যত্ব, তিল পরিমাণ নাই জেনো!
কোথায় তোমার আবাবিল পখী কেন রেখেছো বন্দী
“গাজায়” পাঠাও, মুসলমান বাচাও, পারো যত জলদি!
ধর্ম যখন দিলে দুনিয়ায় এক ধর্মের হলো না বিশ্ব আল্লাহ ভগবান ঈশ্বর, শত নামে হতে গেলে শীর্ষে,
ধর্ম বহাবে শান্তির নহর ধর্ম এনেছে হানাহানি
এক ধর্মে শত বিভক্তি ধর্ম এনেছে খুনাখুনি!
রামকে দিলে হিন্দুর ঘরে রহীম কেন মুসলমান
কেমনে রাম মুসলমান হবে তার হাতে দিছো কি প্রমান,
বলবে তুমি, ওরে আহাম্মক দিয়েছি আমি “আল কুরআন!”
কুরআন পড়া মানুষ তোমার কতজন এনেছে খাঁটি “ঈমান!”
“ইরান” বানায় ড্রোন মিশাইল পড়েছে তারা বিজ্ঞান
সুন্নিরা হয় কুরআনে হাফেজ, এই ধারা ভারত বাংলা পাকিস্তান ,
“ইসলাম” সে-তো শত বিভক্ত, পড়েছে সবাই একই কুরআন
কুরআনের অর্থ যার যার স্বার্থ, তুমি নির্দোষ আমি “নাদান”!