
রনিকা বসু (মাধুরী)
বিশেষ প্রতিনিধি:
আগামী ১০ নভেম্বর তারিখ অনুষ্ঠিতব্য ব্যাংকার্স সিলেকশন কমিটি সদস্যভুক্ত ১০ টি ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান এর ২০২১ সাল ভিত্তিক সিনিয়র অফিসার-এর প্রিলিমিনারী পরীক্ষায় ১৬৯৮৭৯ জন পরীক্ষার্থীর ঢাকা আসা অনিশ্চয়তা প্রসঙ্গে।
আগামী ৮ ও ৯ তারিখ বাংলাদেশের প্রধান প্রধান বিরোধী দলের ৪৮ ঘন্টা অবরোধ কর্মসূচি রয়েছে যা ১০ অক্টোবর সকাল ০৬ ঘটিকা পর্যন্ত কার্যকর হবে। এমতাবস্থায় সারা দেশের সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থা কার্যত এক রকম অচল হয়ে পড়েছে। এরকম পরিস্থিতিতে, ব্যাংকার সিলেকশন কমিটি কর্তৃক আগামী ১০ নভেম্বরের সকাল ১০ ঘটিকার পরীক্ষায় ১,৬৯,৮৭৯ পরীক্ষার্থী ঢাকায় সমাবেশ হবে। যার উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থী আসবে ঢাকার বাইরের দেশের বিভিন্ন প্রান্ত থেকে। বর্তমানে যে পরিস্থিতি এর মধ্যে ঢাকায় যাওয়া অনেক ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষকে বারবার পরীক্ষা স্থগিত করার অনুরোধ করা হলেও তারা প্রতিবারেই নাকোচ করে দিয়েছে এবং চরম অসহযোগীতামুলক আচরণ করেছে। পরীক্ষার্থীরা ঢাকায় আসতে গিয়ে কোন নাশকতা সম্মুখীন হয় তাহলে এর দায়ভার কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিবেন???? আমরা বারবার নিয়োগ পরীক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মৌখিক এবং লিখতভাবে আবেদন করা সত্ত্বেও তারা পরীক্ষার্থীদের অসুবিধার কথাটি পাত্তা না দিয়ে বরং তাদের জীবনকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছেন। পরীক্ষার্থীরা সাংবাদিকদের উদ্দেশে বলেন সাংবাদিক হচ্ছেন দেশের দর্পণ স্বরূপ হয়ে কাজ করেন এবং দেশের ৪র্থ স্তম্ভ, দয়া করে আমাদের এত বিশাল সংখ্যক পরীক্ষার্থীর জীবন সংকট থেকে রক্ষা করুন।