
রনিকা বসু মাধুরী
স্টাফ রিপোর্টার:
চিতলমারীতে ৩৫ জন দুস্ত অসহায় ব্যক্তির মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২৫ লাক্ষ টাকা বিতরণ
করেন বাগেরহাট ১-আসনের সংবাদ সদস্য শেখ হেলাল উদ্দিন: শুক্রবার সন্ধ্যায় চিতলমারী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা ডাকবাংলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ত্রান তহবিল থেকে ৩৫ জন দুস্ত অসহায় ব্যক্তির মধ্যে ৪০ও৫০ হাজার টাকা করে মোট ২৫ লাক্ষ টাকা বিতরণ করা হয়েছে। এ সময় এম পি শেখ হেলাল উদ্দিন এর সাথে ছিলেন তার সহধর্মিণী মিসেস রুপা চৌধুরী, সাবেক মহিলা এম পি হ্যাপী বড়াল, বাগেরহাট জেলা পুলিশ সুপার আবুল হাসনাত খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড: ভূঁইয়া হেমায়েত উদ্দিন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বাগেরহাট পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এড: মিশন ব্যানার্জি। এ ছাড়া উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, চিতলমারী নির্বাহী কর্মকর্তা মোঃ আসমত হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ মাহাতাবুজ্জামান,এ ছাড়া স্টার্ম কণার্র এর উদ্বোধন করা হয়। শেষে উপজেলা পরিষদের সদস্য, চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, যুবলীগ, ছাত্র লীগ নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।এ সময় উপজেলা যুবলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম ও ছাত্রলীগের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক রবীন হীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভাটি সঞ্চালন করেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযুষ কান্তি রায়।