শুক্রবার, ডিসেম্বর ১, ২০২৩

৭ দিনেও খবর মেলেনি নিখোঁজ মাদ্রাসা ছাত্র রাকিবুলের

আপডেট:

বেনাপোল (যশোর): ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ মাদ্রাসা ছাত্র রাকিবুলের (১১) গত ৭ দিনেও সন্ধ্যান মেলেনি। এতে সন্তানকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবার।

গত ০৯ অক্টোবর ঢাকার মোহাম্মদপুরের ৫ নাম্বার রোড শেকেরটেক এলাকার বাড়ি থেকে সন্ধ্যায় বের হয়ে আর সন্ধান মেলেনি রাকিবুলের। বিষয়টি পুলিশকে অবগত করে গত ১০ অক্টোবর ঢাকার আদাবর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যার জিডি নাম্বার ৫৯৭।

বিজ্ঞাপন

রাকিবুলের বাবা আমিনুল ইসলাম জানান, তার বাড়ি সাতক্ষীরায়। বর্তমানে সবজি ব্যবসার কারনে পরিবার নিয়ে ঢাকায় থাকতেন। তার ছেলে ঢাকার কিছুই চেনে না। ছেলে নিখোঁজের সময় তার গায়ে ব্লু রঙের পাঞ্জাবি ছিলো। এপর্যন্ত ছেলেকে তিনি স্বজন ও সাম্ভব্য সব এলাকায় খোজাখুজি করেছেন কিন্তু কোন সন্ধ্যান না পেয়ে হতাশ। পুলিশে অভিযোগ করলেও তার কোন সন্ধ্যান দিতে পারেনি। কেউ তার ছেলের সন্ধান পেলে ০১৯৪১৯৮২৮৮১ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানান বাবা আমিনুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত